আগরতলা, ৩১ মার্চ- ভারতের লোকসভা নির্বাচনী জনসভা করতে ৭ এপ্রিল (রোববার) ত্রিপুরায় সফরে আসছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যে গোমতী জেলার উদয়পুরে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এইদিন তিনি প্লেনে আগরতলা বিমানবন্দরে নামবেন ও সেখান থেকে হেলিকপ্টারে করে উদয়পুর যাবেন। তার জনসভাস্থল হিসেবে উদয়পুর বালিকা বিদ্যালয়ের মাঠকে বেছে নেওয়া হয়েছে। রোববার (৩১ মার্চ) উদয়পুর বালিকা বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, ত্রিপুরা সরকারের কৃষি দফতরের মন্ত্রী প্রাণজীৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, টিঙ্কু রায়সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর জনসভায় লাখেও বেশি লোকের সমাগম হবে বলেও জানান বিপ্লব কুমার দেব। এমএ/ ০৪:০০/ ৩১ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2I2NPjN
March 31, 2019 at 10:50PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন