মুম্বাই, ২৯ মার্চ- বিশ্ব থিয়েটার দিবসে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ফের ট্রেন্ড-তালিকায় উঠে এলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এ সুপারস্টার জানেন, কীভাবে ভক্তদের মন জয় করতে হয়। দশকের পর দশক সে প্রমাণ দিয়ে চলেছেন। রোমান্সের রাজা খ্যাত শাহরুখ খানের শেয়ার করা ছবিটি আসলে স্ত্রী গৌরী খানের সঙ্গে সেলফি। জানিয়েছেন, এই মানুষটির সঙ্গে তিনি মঞ্চ-জীবন কাটাবেন। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে পোস্ট করা ওই ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছেন, গৌরী সঙ্গে থাকা মানেই মঞ্চে থাকা। তিনি লিখেছেন, চারপাশে এত আলো যে আমি আর কিছুই দেখতে পাই না। সারাক্ষণ অজানাকে জানার ইচ্ছে, চারপাশ ঘিরে আছে শুধু মজা আর আনন্দ। এ রকম পরিবেশে আপনি তো অভিনেতাই হয়ে উঠবেন। হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, বিশ্ব থিয়েটার দিবস। ২৭ বছরের বেশি হলো কলেজের সুইটহার্ট গৌরীকে বিয়ে করেছেন শাহরুখ খান। মনে হচ্ছে, দিন দিন তাঁদের ভালোবাসার বন্ধন আরো দৃঢ় হচ্ছে। শাহরুখ-গৌরীর তিন ছেলেমেয়ে। বড় ছেলে আরিয়ান, মেয়ে সুহানা ও ছোট ছেলে আব্রাম। আরিয়ান ও সুহানা দেশের বাইরে পড়াশোনা করছেন। আব্রাম মুম্বাইয়ে মা-বাবার কাছে থাকে। শাহরুখ খানকে সর্বশেষ আনন্দ এল রাই পরিচালিত জিরো সিনেমায় দেখা যায়। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ছবি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। আর এস/ ২৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YzLnXy
March 29, 2019 at 06:17PM
29 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top