ঢাকা, ২৯ মার্চ- রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ২৫টি ইউনিট । বর্তমানে আগুন কিছুটা নিয়ন্ত্রনে এসেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটে যাওয়া এই আগ্নিকান্ডে নিহত হয়েছে সাত জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্নিকান্ডের অনেক ছবিই এখন ভাইরাল। সবাই সেই সব ছবি পোস্ট করে আহতদের জন্য দোয়া কামনা করছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, ক্রিকেটার সহ শোবিজের অনেক তারকাই সমবেদনা জানিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন। পিছিয়ে নেই নায়িকা অপু বিশ্বাসও। বৃহস্পতিবার বিকেলে অপু বিশ্বাস তার ফেসবুকে পেইজে লিখেন, আজকে যেনো আমার পৃথিবীটা স্তব্ধ হয়ে গেছে। দিনের শুরুতেই আমার হৃদয়ে ভয়ের ঝড় বয়ে যাচ্ছে। তবে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানাই সেই ভয় জানো আমার মাঝেই থাকে। তিনি যেনো বনানীর এফ আর টাওয়ারের সকলকে সুস্থ ও নিরাপদে রাখেন। আমরা সকলে এফ আর টাওয়ারের যারা অবস্থান করছেন এবং আহত হয়েছেন সকলের জন্য সৃষ্টিকর্তা নিকট প্রার্থনা করি। উল্লেখ, বৃহস্পতিবার পৌনে বেলা ১টার দিকে কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ওই ভবনে আগুন লাগার পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এসময় উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্যরাও। দুটি হেলিকপ্টার দিয়েও আগুন নেভানোর চেষ্টা চলছে। এমএ/ ০০:১১/ ২৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CHGXEJ
March 29, 2019 at 06:18AM
29 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top