ঢাকা, ২৮ মার্চ- বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। ইতোমধ্যে উদ্ধার কাজে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুন নেভাতে সাহায্য করছে বিমান বাহিনীর ৫টি হেলিকপ্টার। এদিকে এমন ভয়াবহ আগুনের কথা শুনে বিচলিত হয়ে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এদের মধ্যে হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান নিজের ভেরিফায়াড ফেসবুক পেজে লিখেছেন, আবারো আগুন, হাজার হাজার মানুষ আটকা পড়েছে। এই দায়বদ্ধতা কার? আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আরেক পোস্টে সাব্বির লিখেন, আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন। একই বিষয়ে পোস্ট করেছেন দলের পেস বোলার রুবেল হোসেন। তিনি লিখেছেন, ঢাকা বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আটকা পড়েছে অনেক মানুষ। হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। আমিন। এন এ/ ২৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CJV9Nw
March 28, 2019 at 11:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top