নয়াদিল্লি, ২৩ মার্চঃ বারাণসী কেন্দ্র থেকে ফের প্রার্থী হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তামিলনাড়ুর ১১১ জন কৃষক। শনিবার এমনটাই জানিয়েছেন তামিলনাড়ুর কৃষক নেতা ও ন্যাশনাল সাউথ ইন্ডিয়ান রিভারস ইন্টার-লিঙ্কিং ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি পি আইয়াকান্নু। আসন্ন লোকসভা নির্বাচনে বারাণসী আসনে মোদির বিরুদ্ধে লড়তে মনোনয়ন জমা দিচ্ছেন ওই কৃষকেরা। কৃষিপণ্যের ন্যায্য মূল্য সহ একাধিক দাবিতে মোদির বিরুদ্ধে কৃষকদের লড়াইয়ের কথা জানান আইয়াকান্নু। বিজেপি এখন দেশের শাসক দলের আসনে বিরাজমান এবং মোদি এখনও প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, সেই কারণেই তামিলানড়ুর কৃষকদের সমস্যার প্রতি সরাসরি প্রধানমন্ত্রীর কেন্দ্রে ১১১ জন প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি দাবি পূরণ হলে প্রার্থী প্রত্যাহার করা হবে বলেও জানানো হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FlFcO3
March 23, 2019 at 10:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন