ঢাকা, ২০ মার্চ- দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম এই প্রথম ভৌতিক চরিত্রে অভিনয় করেছেন। যদিও এর আগে ভৌতিক ছবি স্বপ্নবাড়িতে অভিনয় করেছেন কিন্তু চরিত্রটি ভৌতিক ছিল না। ভূত বলতে কিছু নেই শিরোনামের নাটকে এই প্রথম মমকে দেখা যাবে ভৌতিক চরিত্রে। নাটকটি রচনা করেছেন রোহিত হাসান কিসলু ও পরিচালনা করেছেন জয়ন্ত রাজ। নাটকের গল্পে দেখা যাবে, গ্রাম থেকে পালিয়ে আসা দুজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে শহরে এসে বিয়ে করে নতুন বাসায় ওঠেন। বাসায় ওঠার পর মেয়েটি তার সদ্যবিবাহিত স্বামীর সঙ্গে অস্বাভাবিক আচরণ করতে থাকে। প্রতিরাতেই ভূতের ভয়ে চিৎকার করে ওঠে। শেষে দেখা যায় মেয়েটিই ভূত। এই ভূতের চরিত্রে অভিনয় করেছেন মম। তার স্বামীর চরিত্রে দেখা যাবে শ্যামল মওলাকে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, নাটকের গল্পটি আমার পছন্দ হয়েছে। বিশেষ করে ভূতের চরিত্রে কখনও অভিনয় করা হয়নি। তাই এ চরিত্রের প্রতি কিছুটা আগ্রহ ছিল। দর্শকদের ভালো লাগার কয়েকটি বিষয় আছে এ নাটকে আশা করছি ভালো লাগবে। নাটকটি শিগগিরই এনটিভিতে প্রচার করা হবে বলে নির্মাতা জানান। এন এ / ২০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TYkgGk
March 20, 2019 at 05:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top