শিলিগুড়ি, ১৯ মার্চঃ লোকসভা ভোটের আগে নয়া মোড় নিল পাহাড়ের রাজনীতি। হাত মেলাল একসময়ের চির প্রতিদ্বন্দ্বী বিমল গুরুংয়ের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা ও প্রয়াত সুবাস ঘিসিং-এর গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট।
বিজেপি-কে সমর্থন করছে বিমল গুরুংয়ের মোর্চা। পাশাপাশি পাহাড়ের দ্বিতীয় বড় দল জিএনএলএফ-কেও নিজেদের দলে টানছে বিমল গুরুং। জিএনএলএফ-এর নেতাদের ফেসবুক পেজে বিস্তারিত না জানানো হলেও জোটের সম্ভাবনার কথা ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, মোর্চার তরফে রোশন গিরি বিবৃতি দিয়ে জানিয়েছেন, পাহাড়ের দাবি আদায়ে লোকসভা নির্বাচনে জোট বাঁধছে দু’দল। আজই দু’তরফে সাংবাদিক বৈঠক করে বিষয়টি স্পষ্ট করা হবে। বৈঠকে জিএলএফ নেতাদের পাশাপাশি থাকবেন বিমল গুরুংয়ের দলের নেতারাও। তবে পুলিশি ধরপাকড় এড়াতে সাংবাদিক বৈঠক কোথায় কখন হবে তা জানানো হয়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FfH9LZ
March 19, 2019 at 02:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন