মালবাজার, ২৫ মার্চঃ লোকালয়ে বাইসন ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়াল মালবাজার শহর লাগোয়া সোনাগাছি চা বাগানের বাটাইগোল ডিভিশনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর ৫ টা নাগাদ স্থানীয়রা একটি বাইসন দেখতে পান বাটাইগোলের চা বাগানে। তাড়া করতেই বাইসনটি একটি বাঁশ ঝাড়ের পিছনে লুকিয়ে যায়। খবর পেয়ে মালবাজার বন্যপ্রাণ শাখা, খুনিয়া শাখা ও গরুমারা উত্তর শাখার বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। মেটেলি থানার পুলিশ ও মাল ৪৬ ব্যাটেলিয়ন এসএসবি-র জওয়ানদের উপস্থিতিতে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় বাইসনটিকে। বন্যপ্রাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাইসনটিকে গরুমারা অভয়ারণ্যের চন্দ্রচূড়ে কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে। স্থানীয়রা জানান, সম্ভবত গরুমারা থেকেই বাইসনটি এসেছে। তবে ঘটনায় কারও কোন ক্ষতি হয়নি।
সংবাদদাতাঃ অভিষেক ঘোষ
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2UPtbae
March 25, 2019 at 01:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন