উত্তরবঙ্গ জুড়ে সাড়ম্বরে পালিত হল দোল উৎসব

উত্তরবঙ্গ ব্যুরো, ২১মার্চঃ বৃহস্পতিবার সমগ্র উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হল দোল উৎসব। এদিন আলিপুরদুয়ারের জটেশ্বরে দোলের আনন্দে মাতলো খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ৭০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী। দোল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় নার্সারি থেকে অস্টম শ্রেনীর ছাত্রছাত্রীরা। অন্যদিকে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় উদ্দীপনার সঙ্গে পালিত হল দোল উৎসব। প্রাচীন সংস্কৃতি বজায় রেখে হেলাপাকড়িতে বিভিন্ন বাড়িতে দোল পূজার আয়োজন করা হয় এদিন। পাশাপাশি মাথাভাঙ্গা সম্মিলনীর উদ্যোগে এদিন তৃতীয় বার্ষিক বসন্ত উৎসব অনুষ্ঠিত হল। শান্তিনিকেতনের বসন্ত উৎসবের ধাঁচে এই উৎসব পালন করা হয়। এছাড়াও নাগরাকাটায় বিনাপাণী নার্সারি স্কুল ও স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর।

বৃহস্পতিবার নিশিগঞ্জেও দুটি সংস্থার পক্ষ থেকে বসন্ত উৎসব পালিত হয়। নিশিগঞ্জ মালতি কালচারাল ইনস্টিটিউশনের আয়োজিত বসন্ত উৎসব উপলক্ষে বর্নময় শোভাযাত্রা শহর পরিক্রমা করে। অন্যদিকে মালদা শহরের প্রাণকেন্দ্র শুভঙ্কর শিশু উদ্যানে একসঙ্গে মিলিত হয়ে শহরের মানুষ রঙের উৎসব পালন করেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TZ82xc

March 21, 2019 at 06:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top