পাটনা, ২৪ মার্চঃ বিহারের বেগুসরাই লোকসভা আসনে বাম প্রার্থী হচ্ছেন জওহরলাল ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার। সিপিআই-এর টিকিটে দাঁড়াচ্ছেন তিনি। বিরোধী জোটের আসন সমঝোতায় বিহারে বাম দলগুলিকে একটি আসনও ছাড়া হয়নি। এরপরই বামদলগুলি আলাদাভাবে বিহারে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।বিরোধীদের আসন ভাগাভাগির ফর্মুলায় বেগুসরাই আসন পড়েছে তেজস্বী যাদবের হাতে থাকা আরজেডি-র ভাগে। এই আসনে তাদের তাদের সম্ভাব্য প্রার্থী গতবার ৬০ হাজারেরও বেশি ভোটে হেরে যাওয়া তনভির হাসান। জনতা দল প্রার্থী মোনাজির হুসেন গতবার এই আসনে জিতেছিলেন।
মুসলিম অধুষিত বেগুসরাই বামেদের একসময়ের শক্ত ঘাঁটি। এখনও তাদের ভালো ভোটব্যাংক আছে। বিজেপি-র বিরুদ্ধে লড়াকু ছাত্রনেতা হিসাবে কানহাইয়া এখানকার ভোটে অনেক অঙ্ক ওলটপালট করে দিতে পারেন বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2U10JFi
March 24, 2019 at 11:04AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন