ইটাহারে মধুচক্রের আসর ফাঁস, আটক ৭

ইটাহার, ১৪ মার্চঃ মধুচক্রের আসর থেকে হাতে নাতে ধরা পড়ল এক গৃহবধূ সহ ৭ যুবক-যুবতি। বৃহস্পতিবার ইটাহার থানার বটতলা মোর বিদ্যুৎ দপ্তরের পার্শবর্তী এলাকার অনীল বসাকের বাড়ি থেকে আটক করা হয়েছে তাদের। ধৃতদের মধ্যে রয়েছে দুই কলেজ ছাত্রী, এক স্কুল ছাত্রী, এক গৃহবধূ সহ তিন যুবক। বাড়ির মালিক বাড়ির ভেতরের ছোট ছোট ঘরে দীর্ঘ দিন ধরে এই ব্যাবসা চালাতো বলে অভিযোগ। ঘটনায় জড়িত আর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এখানে দীর্ঘ দিন ধরে দেহব্যাবসা চলছিল। আগেও এক বার পুলিশ এই বাড়ি থেকে দেহ ব্যাবসার আসর বানচাল করে বাড়ির মালিকে ধরে নিয়ে গিয়েছিল। তার পর কিছু দিন ব্যাবসা বন্ধ ছিল। ফের কিছু দিন ধরে এই চালু হয়। পলাতক যুবকের খোঁজ চলছে। দেহব্যবসা বন্ধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Hkyifx

March 14, 2019 at 06:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top