মাদ্রিদ, ১৫ মার্চ- বড় শাস্তির মুখে পড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হ্যাটট্রিক করে জুভেন্টাসকে শেষ আটে নিয়ে গেছেন। স্বয়ং মেসি উচ্ছ্বসিত রোনাল্ডোর পারফরম্যান্সে। অথচ সেই রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। প্রথম লেগে ০২ ব্যবধানে হেরেছিল জুভেন্টাস। হারার পর অ্যাটলেটিকো সমর্থকরা রোনাল্ডোকে বিদ্রুপ করতে ছাড়েননি। তাই হারের পর টানেল দিয়ে যাওয়ার সময় রোনাল্ডো বলেছিলেন, পাঁচবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। অ্যাটলেটিকো যা একবারও পায়নি। সেদিনের যাবতীয় জ্বালাযন্ত্রণা মঙ্গলবার তুরিনে উগড়ে দেন রোনাল্ডো। হ্যাটট্রিক করে চমকে দেন। গোটা বিশ্ব যখন রোনাল্ডোর পারফরম্যান্স দেখে তাঁর বন্দনায় মুখরিত। সেই সময় ইতালির এক সংবাদপত্র জানিয়েছে, রোনাল্ডোকে বড় শাস্তির মুখে পড়তে হচ্ছে। কারণ? তাঁর বিশ্রী অঙ্গভঙ্গি। অ্যাটলেটিকোর কাছে প্রথম লেগে হারের পর সমর্থকদের বিদ্রুপের জবাব দিতে দ্বিতীয় লেগে জয়ের পর কুঁচকির দুপাশে হাত দিয়ে কুৎসিত ইঙ্গিত করেন রোনাল্ডো। যা ফুটবলের পরিপন্থী। পর্তুগিজ তারকা কটা ম্যাচের জন্য নির্বাসিত হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অবশ্য অনেকে বলছেন, রোনাল্ডো যে অঙ্গভঙ্গি করেছেন, তা দলের সতীর্থদের সামনে। যদিও দর্শক ভর্তি স্টেডিয়ামে এরকম আচরণ কেউ মানতে পারছেন না। অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিয়নে এই ব্যাপারে বলেছেন, আমি নিশ্চিত, ক্রিশ্চিয়ানো যা করেছে, তা আমিও প্রথম লেগের খেলায় করেছিলাম। তাই রোনাল্ডোর অঙ্গভঙ্গিকে দোষ দেব কী করে? অর্থাৎ বিপক্ষ কোচ দাঁড়িয়েছেন রোনাল্ডোর পাশে। এখন দেখার রোনাল্ডোকে শাস্তির মুখে পড়তে হয় কিনা? এন এ / ১৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HnyJpy
March 16, 2019 at 03:17AM
15 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top