নয়াদিল্লি, ১০ মার্চঃ আজ বিকালে নয়াদিল্লিতে আগামী লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। একই সঙ্গে চার রাজ্যের বিধানসভার নির্ঘণ্টও প্রকাশ করতে পারে কমিশন। দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। উপস্থিত থাকবেন আরও দুই নির্বাচন কমিশনার। সূত্রের খবর, এবারে আট দফায় ভোট হতে পারে। পাঁচ বছর আগে ২০১৪ সালে লোকসভা ভোট হয়েছিল পাঁচ দফায়। ষোড়শ লোকসভার মেয়াদ শেষ হচ্ছে মে মাসে। তার আগে লোকসভা ভোট মিটিয়ে ফেলতে হবে কমিশনকে। লোকসভা ভোটের সঙ্গে একই সঙ্গে চার রাজ্যে বিধানসভা ভোটও হবে। ওই চার রাজ্য হল, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশ। তবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাাচন কমিশন আলাদা করে কোনো ঘোষণা করে কী না, সেই দিকে চোখ রয়েছে সকলের। কারণ এর আগে পঞ্চায়েত নির্বাচনে রক্তপাত দেখেছে বাংলা। তাই বিজেপি সহ বিরোধী দলগুলি এই রাজ্যে ভোটের সময় নিরাপত্তা নিয়ে বারবার সরব হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TtzB2g
March 10, 2019 at 12:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন