নিউইয়র্ক, ০১ মার্চ- বাংলাদেশের বামপন্থী আন্দোলনের নেতা প্রয়াত সিরাজ শিকদারের বড় ছেলে মনিরুল ইসলাম শিকদার (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রায় দুই দশক থেকে আমেরিকাপ্রবাসী মনিরুল ইসলাম শিকদার পরিচিত ছিলেন শুভ্র শিকদার নামে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানের জনক শুভ্র শিকদার নগরীর উডসাইডে বসবাস করতেন। শুভ্রর এক বন্ধু ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাজ থেকে ফিরে দরজায় অপেক্ষা করছিলেন। বারবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন শুভ্র শুয়ে আছেন, কিন্তু কোনো নড়াচড়া নেই। পরে তিনি পুলিশে ফোন করেন। পুলিশ ও জরুরি বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুভ্র শিকদারকে মৃত অবস্থায় পায়। ময়নাতদন্ত ও অন্যান্য প্রক্রিয়ার জন্য তাঁর মরদেহ মর্গে নিয়ে যাওয়া হয়। বন্ধুবৎসল হিসেবে পরিচিত শুভ্র শিকদারের অকালমৃত্যুতে নিউইয়র্কে তাঁর পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। এমএ/ ০১:৩৩/ ০১ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NBjauG
March 01, 2019 at 07:35AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন