আগামী ২৩ মার্চ ওয়ান্দা মেত্রোপোলিতানো স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তাঙ্গিয়ারে তিন দিন পর মরক্কোর বিপক্ষে খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এসব ছাপিয়ে বড় খবর হলো এই দুই ম্যাচ দিয়েই জাতীয় দলে ফিরছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু এই দুই ম্যাচের আগে একটা দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। পেশীর চোট নিয়ে ভেনেজুয়েলা ও মরক্বোর বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে সরে দাঁড়ালেন দুর্দান্ত ফর্মে থাকা ডি মারিয়া। আগামী জুনের কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে এই দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর প্রথমবার দলে ফিরেছেন লিওনেল মেসি। এছাড়া পাউলো দিবালা ও নিকোলাস ওটামেন্ডির সঙ্গে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ডি মারিয়ায় আস্থা ছিল লিওনেল স্কালোনি। পিএসজির এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৪ গোল ও ১৩টি অ্যাসিস্ট ডি মারিয়ার নামের পাশে। এমন ফর্মে থাকা খেলোয়াড়কে হারানো আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা। অবশ্য তার শূন্যতা পূরণে তৈরি আছেন জিওভানি ল চেলসো, গনসালো মার্তিনেস ও ম্যানুয়েল লানজিনি। আর/০৮:১৪/২১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FpbJnz
March 21, 2019 at 06:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top