আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে তৈরি হবে স্টেডিয়াম

আলিপুরদুয়ার, ৫ মার্চ ঃ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডেই স্টেডিয়াম তৈরি হবে। মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ইনডোর স্টেডিয়ামে বৈঠক করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আলিপুরদুয়ারে আধুনিক স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বৈঠক করে জায়গা চিহ্নিত করতে বলেছিলেন। সেই অনুয়ায়ী বৈঠক করে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হল, প্যারেড গ্রাউন্ডই স্টেডিয়ামের জন্য উপযুক্ত। এখানে এক-চতুর্থাংশ জায়গায় উন্নতমানের স্টেডিয়ামের জন্য প্রায় ১৫ কোটি টাকা খরচ হবে। আমরা এই রেজোলিউশনের কপি জেলা প্রশাসনের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে পাঠিয়ে দেব। আশা করছি আর কোনো সমস্যা হবে না।

দুবছর আগে আলিপুরদুয়ারে একটি বড়ো স্টেডিয়াম তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কথাও বলেন। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে প্যারেড গ্রাউন্ড মাঠে ওই প্রকল্পের জন্য পরিকল্পনা শুরু হয়। তখন কিছু স্বেচ্ছাসেবী সংগঠন স্মারকলিপি দিয়ে প্যারেড গ্রাউন্ডে স্টেডিয়াম তৈরি করা যাবে না বলে প্রতিবাদ করে। এরপর পরিকল্পনা থেকে পিছিযে আসে প্রশাসন। সম্প্রতি বিধায়ক সৌরভকে ডেকে মন্ত্রী স্টেডিয়ামের জন্য জমি চূড়ান্ত করতে বলেন। তড়িঘড়ি বৈঠক ডেকে এদিন প্যারেড গ্রাউন্ডেই স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা ক্রীড়া সংস্থার সচিব সঞ্চয় ঘোষ বলেন, ২০১৬ সালে আমরা এখানে স্টেডিয়াম তৈরির জন্য একটি রেজোলিউশন তৈরি করেছিলাম। প্যারেড গ্রাউন্ডে ১৩০ বিঘা জায়গা রয়েছে। স্টেডিয়াম তৈরি করতে প্রায় ৩২ বিঘা জমির প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওই মাঠের সৌন্দর্যায়নের ক্ষতি হবে না। দেশের বিভিন্ন শহরে স্টেডিয়াম রয়েছে। এখানেও তা হতে পারে। আমরা চাইছি এবার দ্রুত এই কাজ শুরু হোক। স্টেডিয়াম হলে ক্রিকেট, ফুটবল ও অ্যাথলেটিকসের আযোজন করতে কোনো সমস্যা হবে না। প্রবীণ আইনজীবী জহর মজুমদার বলেন, আমরা এই বিষয়ে একমত হয়েছি। প্যারেড গ্রাউন্ড স্টেডিয়াম তৈরির জন্য আদর্শ জায়গা। এখানে আধুনিকমানের স্টেডিয়াম হলে খেলাধুলোর ব্যাপক উন্নয়ন হবে। প্রাক্তন পুরপ্রধান আশিস দত্ত বলেন, প্যারেড গ্রাউন্ডেই স্টেডিয়াম তৈরি করা হবে। আর কোনো সমস্যা নেই। প্রবীণ আইনজীবী সুব্রত গঙ্গোপাধ্যায়, জেলা ক্রীড়া সংস্থার সচিব সঞ্চয় ঘোষ, প্রাক্তন পুরপ্রধান আশিস দত্ত, ক্রীড়া মহলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2H0VLCh

March 06, 2019 at 01:13PM
06 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top