একটু পরেই কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের সূচনা জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, ৯ মার্চঃ  দীর্ঘ প্রতীক্ষার অবসান। আর কয়েক ঘন্টার অপেক্ষা। শনিবার দুপুরে উদ্বোধন হচ্ছে জলপাইগুড়িবাসীর দীর্ঘ আন্দোলনের ফল সার্কিট বেঞ্চের। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার রাতেই জলপাইগুড়ি পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে শহরের কিংসাহেব ঘাট সংলগ্ন পূর্ত দপ্তরের ইন্সপেকশন বাংলোয় রাত কাটান মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে এদিন সকালে বাংলোর আশেপাশে হেঁটেছেন তিনি। অপরদিকে সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এদিন শহরে আসবেন রাজ্যপাল, প্রধান বিচারপতি সহ অন্যান্য অতিথিরা। সার্কিট বেঞ্চের উদ্বোধনকে ঘিরে এদিন সকাল থেকে মানুষের মধ্যে উন্মাদন লক্ষ্য করা গেল। সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বড় পোষ্ট অফিস মোড় থেকে তিন নম্বর গুমটি পর্যন্ত রাস্তাটিকে। বন্ধ করে দেওয়া হয়েছে স্টেশন রোডে গাড়ি চলাচল। অপরদিকে সকাল থেকেই পুরসভার পক্ষ থেকে রাস্তায় জল দিয়ে ধুলা আটকানোর চেষ্টা চলছে। সেই সাথে চলছে দফায় দফায় ঝাড়ু দেওয়ার কাজ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বেলা ১ টায়। অনুষ্ঠান মঞ্চে দর্শক আসন কমা থাকার কারণে শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে এলইডি স্ত্রিন। যেখানে থেকে শহরের মানুষ সরাসরি দেখতে পাবেন সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান। জানা গিয়েছে অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজনে যোগ দিয়ে আজ বিকেলেই কলকাতা ফিরে যাবেন মুখ্যমন্ত্রী।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2H9QJDF

March 09, 2019 at 11:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top