ওয়েলিংটন, ০৯ মার্চ-আগের রাত থেকে টানা বৃষ্টি হওয়ায় গতকাল গোটা দিন ভেসে গেছে ওয়েলিংটন টেস্টের প্রথম দিন। হয়নি টস, হয়নি খেলা। দ্বিতীয় দিনেও একই দশা। বৃষ্টির পেটে চলে গেছে দ্বিতীয় দিন। আগের দিনের বৃষ্টি থামেনি। বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে ঘণ্টায় ২৬ মাইল বেগে বাতাস। বৃষ্টি থামার পর মাঠ শুকানোর কাজও চলে কিন্তু আবারও বেরসিক বৃষ্টির আঘাত। শেষ পর্যন্ত বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় দিনের সমাপ্তি টানেন আম্পায়াররা। হ্যামিল্টনে প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৫২ রান ও ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। তবু ওয়েলিংটন টেস্টে ভালো কিছুর আশা জাগিয়েছিল প্রথম ইনিংসে তামিমের শতক আর দ্বিতীয় ইনিংসে মাহমুদুল্লাহ আর সৌম্য সরকারের দুই শতক। গতকাল শুক্রবার রাত থেকে টানা বৃষ্টির কারণে বিকেল ৩টার দিকে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন। মাঠে পানি জমে যাওয়ায় আম্পায়ার ও ম্যাচ রেফারি জানান, মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অপেক্ষা করবেন তারা। এরপরও খেলা শুরু করা না গেলে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। টানা বৃষ্টিতে যে পরিমাণ পানি জমেছিল তাতে বৃষ্টি বন্ধ হলেও বাকি সময়ে খেলার জন্য মাঠ উপযোগী করে তোলাটাই দুষ্কর হয়ে পড়তো। তথ্যসূত্র: আরটিভি আরএস/ ০৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2H9ef3B
March 09, 2019 at 04:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top