বিজেপি ছাড়লেন রামপ্রসাদ শর্মা

গুয়াহাটি, ১৬ মার্চঃ প্রার্থী ঘোষণার আগেই অসমে বিজেপিতে ভাঙন। দল ছাড়লেন তেজপুরের বিজেপি সাংসদ রামপ্রসাদ শর্মা। শনিবার বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। এমনকি, দলের প্রাথমিক সদস্যপদও ছাড়ার কথা জানিয়েছেন তিনি।

গত ২৯ বছর ধরে বিজেপিতে রয়েছেন রামপ্রসাদ শর্মা। বিজেপিতে যোগ দেওয়ার আগে ১৫ বছর আরএসএস এবং বিশ্বহিন্দু পরিষদের সক্রিয় সদস্য ছিলেন তিনি।

এদিন রামপ্রসাদ শর্মা জানিয়েছেন, পুরানো নেতাদের লড়াইয়ের জেরে বিজেপি ক্ষমতায় এসেছে, তাঁদেরই এখন চরম অবহেলা করা হচ্ছে। সেকারণেই এত বছর লড়াইয়ের পরেও তাঁকে টিকিট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ, অসম গোর্খা সম্মেলনের সভাপতি এবং দক্ষ সাংসদ হওয়ার পরেও ২০১৯ সালের লোকসভা ভোটে তাঁকে কোনও টিকিট দেওয়া হয়নি। এতে চরম অপমানিত বোধ করেছেন তিনি। সেকারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এলাকার মানুষের হয়ে তিনি কাজ করে যাবেন বলে জানিয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JhXrtd

March 16, 2019 at 04:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top