কলকাতা, ১০ মার্চঃ এই প্রথম বার পশ্চিমবঙ্গে সাত দফায় লোকসভা ভোট করাতে চলেছে নির্বাচন কমিশন। রবিবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এই ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। উত্তরবঙ্গে ভোটগ্রহণ হবে তিন দফায়।
এক নজরে জেনে নিন কবে রাজ্যের কোন আসনে ভোটগ্রহণঃ
– ১১ এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে।
– ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জে ভোটগ্রহণ।
– ২৩ এপ্রিল তৃতীয় দফায় বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ভোট গ্রহণ হবে।
– ২৯ এপ্রিল চতুর্থ দফায় আটটি আসনে ভোট হবে বাংলায়। সেগুলি হল- বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম।
– ৬ মে পঞ্চম দফায় বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ- এই সাতটি আসনে ভোট হবে।
– ১২ মে ষষ্ঠ দফায় বাংলার আরও আটটি আসনে ভোট হবে। ওই আসনগুলি হল, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়া।
– ১৯ মে শেষ দফায় পশ্চিমবঙ্গে যে ৯ টি আসনে ভোট নেওয়া হবে সেগুলি হল দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর, ডায়মন্ডহারবার, যাদবপুর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TFgRff
March 10, 2019 at 08:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন