ওয়েব ডেস্ক, ১৫ মার্চঃ বোয়িং ৭৩৭ ম্যাক্স বসিয়ে দেওয়ার সিদ্ধান্তে হু হু করে বিমানের টিকিটের দাম বাড়ছে। ইতিমধ্যেই দেশে বিমানের টিকিটের দাম কয়েকটি রুটে ৬০ শতাংশেরও বেশি বেড়েছে। মুম্বই-দিল্লি রুটে ভাড়া বেড়েছে ৫০ শতাংশেরও বেশি। দিল্লি-চেন্নাই রুটেও ভাড়া প্রায় দ্বিগুণ হচ্ছে। ইতিমধ্যেই জেট এয়ারওয়েজের পাঁচটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান বসিয়ে দেওয়া হয়েছে। স্পাইসজেটের ১৩টি এমন বিমানও বসে যাবে। গত ১২ তারিখ ডিজিসিএ বোয়িং ৭৩৭ ম্যাক্স-এর উড়ানে নিষেধাজ্ঞা জারি করার পরই এই পরিস্থিতি দেখা দিয়েছে। বিমান সংস্থাগুলির ধারণা, দেশে প্রতিদিন অন্তত ৫০টি উড়ান বাতিল করতে হবে বোয়িং বসে যাওয়ায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2T6NQoo
March 15, 2019 at 11:06AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন