সাক্ষাৎকার দেওয়ার ফাঁকে আচমকা সাংবাদিককে চুম্বন করলেন বক্সার। প্রাদেশিক ক্রীড়া সংস্থা সঙ্গে সঙ্গে তাঁর লাইসেন্স সাসপেন্ডও করল। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার কোস্তা মেসায়। সেখানে বুলগেরিয়ান হেভিওয়েট বক্সার কুবরাত পুলেভ এই কান্ড ঘটিয়েছেন। এক বক্সিং বাউটে পুলেভ হারান রোমানিয়ান বক্সার বোগদান দিনুকে। তারপর সাক্ষাৎকার দিচ্ছিলেন ভেগাস স্পোর্টস ডেইলির সাংবাদিক জেনিফার রাভালোকে। ইন্টারভিউয়ের শেষে পুলেভ জোর করে চুম্বন করেন রাভালোকে। শুধু তাই নয়, ঠিক এর পরেই পাশের টেবিলে রাখা ব্যাগ গুছিয়ে নিতে যান রাভালো। সেই সময়েও তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন পুলেভ। নিজেকে বাঁচাতে পুলেভ যুক্তি দিয়েছিলেন, রাভালো আসলে তাঁর বন্ধু। কিন্তু ওই সাংবাদিক রাভালো জানিয়েছেন, তাঁদের প্রথম সাক্ষাৎ মাত্র এক দিন আগে। রাভালোর আইনজীবী গ্লোরিয়া অলরেড বলেছেন, পুলেভের এই আচরণ স্বাগত নয়। আইনবিরুদ্ধও। পুলেভ যা-ই যুক্তি দিন, ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাথলেটিক কমিশন অবশ্য সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে। তাঁদের বক্তব্য, ক্যালিফোর্নিয়ায় এর পর কোনও লড়াইয়ের লাইসেন্স পেতে গেলে আগে কমিশনের সামনে আসতে হবে। ওকে নিশ্চিত করতে হবে, যথাযথ সম্মান দেখিয়ে চলবে। এরপর ওই সাংবাদিক রাভালো এক প্রেস মিটে লিখিত বিবৃতি পড়ে শোনান। যেখানে তিনি বলেছেন, পুলেভ যা করেছে, তা জঘন্য ও অসম্মানজনক। ব্যাগ গোছানোর সময়েও খারাপ ভাবে স্পর্শ করে তারপর হেসে চলে যায়। যা আমাকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছিল। আমি ওকে কোনও ভাবেই এই কাজগুলো করার অনুমতি দিইনি। কোনও নারীকেই যেন এই আচরণের সামনে পড়তে না হয়। এআর/৩১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2I2SAK3
March 31, 2019 at 11:09PM
31 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top