বহরমপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ

মুর্শিদাবাদ, ২ মার্চঃ এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির চার সদস্যের বিরুদ্ধে। মুর্শিদাবাদের বহরমপুরের বিবেকানন্দ পল্লির ঘটনা। মৃতার নাম রিতু মণ্ডল। তাঁর একটি ৬ বছরের পুত্র সন্তান রয়েছে। রিতুর স্বামী বেলডাঙায় রেলপুলিশে কর্মরত।

মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে রিতুর উপর নির্যাতন চালাত তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদ। শুক্রবার রাতে ওই রিতুকে বেধড়ক মারধর করার পর শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ।

শনিবার শ্বশুরবাড়ি থেকে রিতুর মৃতদেহ উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় রিতুর স্বামী সহ শ্বশুরবাড়ির চার সদস্যের বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজে তল্লাশির পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদদাতাঃ মিঠুন হালদার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2To9h8Y

March 02, 2019 at 06:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top