ঢাকা, ০৯ মার্চ- বর্ণাঢ্য ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে জয়া আহসানের। তবে এবারই প্রথম সার্কাস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির নাম বিউটি সার্কাস। দীর্ঘদিন ধরেই ছবিটি দেখার অপেক্ষায় রয়েছেন জয়া ভক্তরা। ২০১৬ সালে সরকারি অনুদানে শুরুর পর বিভিন্ন কারণে মাঝপথে বন্ধ ছিল ছবিটির শুটিং। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা মাহমুদ দিদার। গত বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে ছবির টিজার। টিজারটি ছবির অফিশিয়াল ফেসবুক পেজ ছাড়াও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। এক মিনিট ১৫ সেকেন্ডের টিজারে জয়াকে হাস্যোজ্জ্বল মুখে দেখা যায় সার্কাসের প্যাডেলে। টিজার প্রকাশিত হওয়ার পর সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করেছেন, জানিয়েছেন শুভকামনা। এছাড়া শুক্রবার (৮ মার্চ) প্রকাশিত হয় ছবিটির ফার্স্ট লুক পোস্টার। পোস্টার প্রকাশ করে সেখানে লিখা হয়েছে আন্তর্জাতিক নারী দিবসে উন্মোচিত হলো বিউটি সার্কাস চলচ্চিত্রের ফার্স্ট লুক পোস্টার। পোস্টারটি ডিজাইন করেছেন সোহেল আনাম। ছবিতে দেখা যায় সার্কাস প্যাডেলে দুই হাত চৈতন্য করে হাস্যোজ্জলভাবে দাঁড়িয়ে আছেন জয়া আহসান। তার পাশে ডানা মেলে উড়ছে পাখি। জয়াও চাইছেন উড়তে দেখে এমনটাই মনে হচ্ছে। মাহমুদ দিদার জানান, অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। বাজেট স্বল্পতার কারণে শুটিং শেষ করতে আমাদের দেরি হয়েছে। সবকিছু শেষ করতে একটু সময় লেগে গেল। ছবিটা দেখার পর সবার ভালো লাগবে আমার বিশ্বাস। উল্লেখ্য, বিউটি সার্কাস ছবিটির শুটিং হয়েছে নওগাঁ ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে। ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ুন সাধু, তানিম মোস্তফা প্রমুখ। এন এ / ০৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UqlJSI
March 09, 2019 at 08:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top