ময়নাগুড়ি, ১ মার্চঃ আজ থেকে ময়নাগুড়িতে বন্ধ হল প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার। এই নির্দেশ অমান্য করে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে শুক্রবার পরিদর্শনে যান প্রশাসনের আধিকারিকরা। ময়নাগুড়ি বাজারের কয়েকটি দোকান থেকে কিছু প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করেন তাঁরা।
ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সজল বিশ্বাস বলেন, ‘এরপর থেকে কোনও দোকানে প্লাস্টিক ক্যারিব্যাগ পাওয়া গেলে আইন অনুযায়ী জরিমানা করা হবে। সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ময়নাগুড়ি বাজার ব্যবসায়ী সমিতির সহকারী সম্পাদক সুমিত সাহা বলেন, ‘প্রত্যেক ব্যবসায়ী এই বিষয়ে সহযোগিতা করছেন। আমরা আশা করছি, প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত ময়নাগুড়ি গড়ে তোলা সম্ভব হবে।’
সংবাদদাতাঃ বাণীব্রত চক্রবর্তী
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2VnUIPU
March 01, 2019 at 06:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন