পরিবারের অমতে প্রেম, তরুণীকে পিটিয়ে হত্যা বাবা ও দাদার

মুজফফরনগর, ২৬ মার্চঃ পরিবারের অমতে প্রেম করার অভিযোগে তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল তাঁর বাবা এবং দাদার বিরূদ্ধে। উত্তরপ্রদেশের মুজফফরনগরের ঘটনা। একটি মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তরুণীর দেহ।

পুলিশ জানিয়েছে, তরুণীর ক্ষতবিক্ষত দেহ দেখেই মনে হয়েছিল হত্যা করার আগে তাঁকে প্রবল মারধর করা হয়েছিল। তদন্তে নেমে পরিবারের লোকেদের কথায় অসঙ্গতি ধরা পড়ে। তারপরেই জেরায় বেরিয়ে আসে বিস্ফোরক তথ্য। পরিবারের অমতে এক যুবকের সঙ্গে প্রেম ছিল তরুণীর। তাই নিয়ে প্রায়ই ঝামেলা হতো পরিবারের লোকেদের সঙ্গে। এতে পরিবারের সম্মান হানি হওয়ার অযুহাতে তরুণীর বাবা এবং দাদা তাঁকে হত্যা করে বলে স্বীকার করে খোদ অভিযুক্তরা। তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরূদ্ধে খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2UX7ZPL

March 26, 2019 at 10:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top