বাইক দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক শর্ট ফিল্ম তৈরি করল ধূপগুড়ির তিন যুবক

ধূপগুড়ি, ১৯ মার্চঃ দোল উৎসব উপলক্ষ্যে সচেতনতা মূলক শর্ট ফিল্ম তৈরি করল ডাউকিমারির একদল যুবক। হোলির দিন মদ্যপ অবস্থায় হামেশাই বাইক দুর্ঘটনার ঘটে। এই দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই শর্ট ফিল্মটি তৈরি করা হয়েছে বলে জানান তারা।

জানা গিয়েছে, ডাউকিমারির পরিতোষ রায়, সত্যব্রত সরকার,অভিজিৎ সরকারের প্রচেষ্টায় শর্ট ফিল্মটি তৈরি হয়েছে। বুধবার সকালে মুক্তি পেতে চলেছে ফিল্মটি। পরিতোষ রায় জানান, ‘প্রাথমিক ভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই শর্ট ফিল্মটি মানুষের দরবারে পৌছে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। আশা করা যাচ্ছে এই ধরনের ফিল্ম কমবয়সী তথা সব স্তরের মানুষের মধ্যেই সচেতনতা মূলক প্রভাব ফেলবে।’

সংবাদদাতাঃ শুভাশিস বসাক



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2UJXizR

March 19, 2019 at 09:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top