ক্রিকেটের ২২ গজে যে কয়জন রূপবতী রমণী শাসন করছেন তাদের মধ্যে অন্যতম ভারতের স্মৃতি মান্দানা। রূপবতী এই নারী ব্যাট হাতে ঘায়েল করছেন প্রতিপক্ষ বোলারদের। গত বছরের পারফরম্যান্স দিয়ে জিতেছেন আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার। এছাড়া নতুন বছরের শুরুতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষস্থান দখল করেছেন তিনি। মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব গড়েছেন স্মৃতি। আইসিসি চ্যাম্পিয়নশিপে ব্যাট হাতে করেছেন ৮৩৭ রান। ফলে তাঁর রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৯৭। বাঁহাতি এই ব্যাটসম্যানের ভাষ্যমতে গত বছরটি ছিলো তাঁর ক্যারিয়ারের সোনালী সময়। পরিসংখ্যানও বলছে একই কথা। ২০১৮ সালে সর্বমোট ১২টি ওয়ানডেতে ৬৬৯ রান করেছেন স্মৃতি। আর ১৩০.৬৭ স্ট্রাইক রেটে ২৫ টি-টোয়েন্টি ম্যাচে তার রান ৬২২। এছাড়া গত বছর অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে করেছেন ১৭৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম অর্ধশতকের মালিক স্মৃতি মান্দানা। এ বছর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ বলে অর্ধশতক করেন ভারতীয় এই নারী ক্রিকেটার। ভেঙেছেন নিজের রেকর্ড। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বলের অর্ধশতকটি ছিলো দ্রুততম। যদিও আন্তর্জাতিক নারী ক্রিকেটে স্মৃতির রেকর্ডটি স্থান পেয়েছে ছয় নম্বরে। ভারতের বিপক্ষে ১৮ বলে অর্ধশতক করে দ্রুততম হাফসেঞ্চুরির তালিকায় সবার উপরে আছেন নিউজিল্যান্ডের সোফি ডিভান। বাপ-দাদার ক্রিকেটপ্রীতি থেকেই এই খেলার প্রতি স্মৃতির ভালোবাসার সৃষ্টি। অনূর্ধ্ব-১৫ মহারাষ্ট্র নারী দলে ডাক পান তিনি। ঘরোয়া ক্রিকেটে গুজরাটের বিপক্ষে ডাবল সেঞ্চুরি (২২৪) করে তাক লাগিয়ে দেন মহারাষ্ট্রের ক্রিকেট কর্তাদের। তাই মাত্র ১৭ বছর বয়সে খুলে যায় জাতীয় দলের দরজা। ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে অর্ধশতক করে স্বাক্ষর রাখেন নিজ প্রতিভার। এর দুবছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ২২ বছর বয়সী এই ক্রিকেটারের। এবার ১০৯ বলে ১০২ রানের ইনিংস খেলেন স্মৃতি। সে বছর আইসিসি বর্ষসেরা নারী দলে জায়গা করে নেন তিনি। কিন্তু ইনজুরির কারণে ছন্দপতন ঘটে তাঁর। শেষ হতে বসেছিলো ক্রিকেট ক্যারিয়ার। কিন্তু দীর্ঘ ৫ মাস পর ২০১৭ সালে মহিলা বিশ্বকাপে প্রত্যাবর্তন ঘটে স্মৃতির। ইংল্যান্ডের বিপক্ষে ৯০ রানের ইনিংস খেলেন তিনি। এরপর থেকে খেলে যাচ্ছেন নিয়মিত। এ পর্যন্ত ৫০ ওয়ানডেতে ১৯৫১ রান করেছেন স্মৃতি। চারটি শতকের সঙ্গে আছে ১৬টি অর্ধশতক। ৫৭ টি-টোয়েন্টিতে ৮ অর্ধশতকে করেছেন ১২৪০ রান। বর্তমানে ভারতীয় নারী টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন স্মৃতি মান্দানা। ২০১৮ সালে আইসিসির তিনটি পুরস্কার জিতেছেন তিনি। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় নারী ক্রিকেটার তিনি। ভারতের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অর্জন পদকও জেতেন স্মৃতি মান্দানা। এমএ/ ০৫:০০/ ০৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NSrGFE
March 09, 2019 at 11:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top