শিলিগুড়ি, ২২ মার্চঃ রঙের উৎসবে প্রান্তিক শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিল ‘ইচ্ছেডানা শিলিগুড়ি’। বৃহস্পতিবার ও আজ সকাল থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে সংস্থার সদস্যরা দরিদ্র শিশু কিশোরদের হাতে তুলে দেয় রং খেলার বিভিন্ন সরঞ্জাম। শিলিগুড়ি শহরের পাশাপাশি নকশালবাড়ির বিভিন্ন চা বাগান, মাটিগাড়ার ফুলবাড়ি পাটান চা বাগান, যাযাবর বস্তি ইত্যাদি অঞ্চলে পৌঁছে পথশিশুদের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টায় রং, আবির, পিচকিরি নিয়ে হাজির হয় সংস্থার সদস্যরা। দুদিন মিলে প্রায় ২০০ শিশুকিশোরের হাতে রং খেলার সামগ্রী বিলি করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৭ মার্চ ইচ্ছেডানার উদ্যোগে শিলিগুড়ি সূর্যসেন পার্কে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2WahyuK
March 22, 2019 at 01:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন