নয়াদিল্লী, ২০ মার্চ- ক্রিকেট মাঠে মৃত্যুর খবর অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল হিউজের মর্মান্তিক দুর্ঘটনার কথা মনে করিয়ে দেয়। মাঠে মাথায় বলের আঘাতে তার মৃত্যু হয়েছিল। সেই বেদনার স্মৃতি উসকে মাঠে অসুস্থ হয়ে মারা গেলেন আরেক ক্রিকেটার। মারা যাওয়া ক্রিকেটারের নাম সোনু যাদব। বুধবার ভারতের পশ্চিমবঙ্গের বালিগঞ্জ স্পোর্টিং ক্লাবের সেকেন্ড ডিভিশন লিগের এ ক্রিকেটার অনুশীলন ম্যাচ খেলার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জিও নিউজ জানায়, স্থানীয় বাটা মাঠে অনুশীলনের সময় ব্যাটিং করছিলেন সোনু। সেই সময় অসুস্থ হয়ে পড়েন। সাময়িকভাবে সেটি সামলে নিয়ে আবারও ব্যাট করতে শুরু করেন। কিন্তু একটু পর আচমকাই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান বছর ২২-এর তরুণ। মাঠ থেকে সোনুকে দ্রুত রাজ্য ক্রিকেট সংস্থা-সিএবির মেডিকেল ইউনিটে নিয়ে যাওয়া হয়। অবস্থা বেগতিক দেখে তাকে এসএসকেএমে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা সোনুকে মৃত বলে ঘোষণা করেন। সোনুর মৃত্যু নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত্যুর কারণ এখনো জানা না গেলেও হিটস্ট্রোক হয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে সিএবি লিগে খেলা অনিকেত শর্মা নামের এক ক্রিকেটারেরও মাঠে মৃত্যু হয়। এছাড়া ২০১৫তে অন্য ফিল্ডারের সঙ্গে সংঘর্ষের পর মৃত্যু হয়েছিল অঙ্কিত কেশরি নামের পশ্চিমবঙ্গের আরেক ক্রিকেটারের। সূত্র: চ্যানেল আই আর এস/ ২০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Tje6we
March 20, 2019 at 11:45PM
20 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top