ধলপলে মদ বিরোধী আন্দোলন   

তুফানগঞ্জ, ৫ মার্চঃ মদের দোকান খোলা নিয়ে মঙ্গলবার প্রধান সড়কে পথ অবরোধ করে প্রধানকে ডেপুটেশন দিল মদবিরোধী সংগ্রাম কমিটি। তুফানগঞ্জ ১ ব্লকের ধলপল ১গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধলপল বাজারের ঘটনা।

জানা গিয়েছে, ধলপল জনবহুল এলাকায় নতুন করে দুটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান খোলায় মদ বিরোধী সংগ্রাম কমিটির দুই শতাধিক মহিলা মঙ্গলবার যুব সমাজকে সঙ্গে নিয়ে তুফানগঞ্জ আলিপুরদুয়ার রাজ্য সড়কে পথ অবরোধ করেন। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দেন। এরপর এমএলএ ফজল করিম মিয়ার আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় মদ বিরোধী সংগ্রাম কমিটি। মদ বিরোধী সংগ্রাম কমিটির সভাপতি রেনুকা বিবি বলেন, ‘দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে।’ ধলপল গ্রাম পঞ্চায়েত প্রধান কবিতা দাস বলেন, ‘আমি এর পক্ষপাতী নই , সরকার লাইসেন্স দিলে আমার কিছু করার নেই।’ এমএলএ ফজল করিম মিয়া বলেন, ‘তুফানগঞ্জ মহকুমার শাসক ও আমাকে একটি ডেপুটেশন দিলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।’

সংবাদদাতাঃ গৌতম দাস

 

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2XDbSuR

March 05, 2019 at 08:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top