নয়াদিল্লি, ১৩ মার্চঃ ভারতের আকাশে আপাতত উড়বে না বোয়িং ৭৩৭ ম্যাক্স। মঙ্গলবার গভীর রাতে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন থেকে একথা জানিয়ে দেওয়া হয়েছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক থেকে টুইট করে জানানো হয়েছে, প্রয়োজনীয় আধুনিকীকরণ ও সুরক্ষা দিকটি খতিয়ে দেখার পর আবার বোয়িং ৭৩৭ ম্যাক্সকে ওড়ার অনুমতি দেওয়া হবে। তার আগে বিমান পরিবহণ সংস্থাগুলিকে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানগুলি বসিয়ে দিতে হবে। প্রসঙ্গত স্পাইস জেটের ১২-১৩টি এবং জেট এয়ারওয়েজের অন্তত পাঁচটি বোয়িং ৭৩৭ ম্যাক্সকে এর ফলে এখনই বসিয়ে দিতে হবে। প্রসঙ্গত ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান বোয়িং ৭৩৭ ম্যাক্স ভেঙে পড়ার পরই বিমানগুলির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2F08AJs
March 13, 2019 at 10:09AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন