বৃহস্পতিবার বড়মার অন্ত্যেষ্টি, জানালেন শান্তনু ঠাকুর

কলকাতা, ৬ মার্চঃ বৃহস্পতিবার হবে মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর অন্ত্যেষ্টি। মুখাগ্নি করবেন ছোটো ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। বুধবার ঠাকুরবাড়িতে বৈঠক শেষে একথা জানান নাতি শান্তনু ঠাকুর। প্রসঙ্গত, বড়মার অন্ত্যেষ্টি নিয়ে ঠাকুরবাড়িতে টানাপোড়েন শুরু হয়। সমস্যা মেটাতে বসে বৈঠক।

মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের পরিবারের দাবি, বৃহস্পতিবার বড়মার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। যদিও রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, শরীরে পচন ধরেছে। তাই বুধবারই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হোক। শান্তনু ঠাকুর স্পষ্ট জানিয়ে দেন, আজ বড়মার দেহ দাহ হবে না। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা শ্রদ্ধা জানাতে আসছেন। তাঁদের সুযোগ দেওয়া হোক। বৈঠক শেষে সেই সিদ্ধান্তই নেওয়া হল।

স্বামী প্রমথরঞ্জন ঠাকুরের সমাধির কাছেই বীণাপাণি দেবীর অন্ত্যেষ্টি হবে। গতকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, গান স্যালিউটে বিদায় জানানো হবে বড়মাকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ujpp8Y

March 06, 2019 at 09:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top