নয়াদিল্লি, ২৬ মার্চঃ মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আর তাই ১ এপ্রিল থেকে মদের বোতলের লেবেলে বিধিবদ্ধ সতর্কীকরণ ছাপার নির্দেশ জারি করল খাদ্য নিরাপত্তা ও গুণমান নির্ধারণ বিভাগ (FSSAI)।
২০১৮ সালের ১৯ মার্চ জারি হওয়া নির্দেশ অনুযায়ী, পানীয় প্রস্তুতকারক সংস্থা মদের বোতলের লেবেলের উপর লিখতে বাধ্য ‘মদ্যপান স্বাস্থের পক্ষে ক্ষতিকর’। এছাড়াও থাকবে আরও এক সতর্কবার্তা- নিরাপদ থাকুন: মদ্যপান করে গাড়ি চালাবেন না।
জানা গিয়েছে, ২০০ মিলিলিটার বোতলের লেবেলে এই ধরনের সতর্কবার্তা ন্যূনতম ১.৫ মিমি উচ্চতার হরফে ছাপতে হবে। তার চেয়ে বড় মাপের বোতলে হরফের উচ্চতা থাকতে হবে অন্তত ৩ মিমি। আগামী ১ এপ্রিল থেকে নতুন সতর্কবার্তা-সহ বোতল প্রতিটি দোকানে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
সতর্কবার্তার পাশাপাশি বোতলের লেবেলে পানীয় সম্পর্কে সঠিক তথ্য দেওয়া নির্দেশও জারি হয়েছে। এর জেরে এবার থেকে পানীয় উপস্থিত অ্যালকোহলের পরিমাণ, অ্যালার্জি সম্পর্কে সতর্কবার্তা, কোনও পুষ্টিগুণ না থাকার তথ্য, কোনও স্বাস্থ্যকর উপকরণের অনুপস্থিতি এবং ‘বিষহীন’ বা সমার্থক শব্দ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FDpvmZ
March 26, 2019 at 09:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন