ক্রাইস্টচার্চ, ১৫ মার্চঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকবাজের হামলার ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন অস্ট্রেলিয়ার নাগরিক বলে জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন। এদিকে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডেন বলেছেন, ‘নিউজিল্যান্ডের ইতিহাসে এটি একটি কালো দিন। যারা হামলায় আক্রান্ত তারা আমাদের লোক। তাদের ওপরে যারা হামলা চালিয়েছে তাদের এদেশে কোনও জায়গা নেই।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘ক্রাইস্টচার্চের মসজিদে যারা হামলা চালিয়েছে তাদের মধ্যে একজন অস্ট্রেলিয়ার দক্ষিণপন্থী জঙ্গি রয়েছে। এর বেশি এখনই কিছু বলা যাবে না কারণ এনিয়ে তদন্ত করেছে নিউজিল্যান্ডের পুলিশ। এই ঘটনায় আমরা ক্ষুব্ধ। এর তীব্র নিন্দা করছি।’
উল্লেখ্য, শুক্রবার জুম্মার নামাজে ক্রাইস্টচার্চের হেগলে পার্কের একটি মসজিদে জড়ো হয়েছিলেন কয়েকশো মানুষ। সেখানেই হামলা চালায় বন্দুকবাজ। এই হামলায় এখনও পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে নিউজিল্যান্ড পুলিশ সরকারিভাবে এখনও পর্যন্ত মৃতের কোনও সংখ্যা ঘোষণা করেনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2F6iSI8
March 15, 2019 at 01:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন