আবগারি দফতরের উদ্যোগে বীরপাড়ায় ড্রাগের বিরূদ্ধে সচেতনতামূলক সেমিনার

বীরপাড়া, ১৪ মার্চঃ সিডেটিভ ড্রাগে আসক্ত হচ্ছে বীরপাড়া সহ সন্নিহিত এলাকার স্কুল পড়ুয়ারাও। পড়ুয়াদের ড্রাগের নেশা থেকে মুক্ত করতে এবং ড্রাগমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আবগারি দফতরের উদ্যোগে বৃহস্পতিবার বীরপাড়ার জুবিলি ক্লাবকক্ষে একটি সেমিনার আয়োজিত হল। সেমিনার শেষে বীরপাড়া ১ নং গ্রামপঞ্চায়েতের প্রধান রমেশ মন্ডল কে কনভেনার করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন আবগারি দফতরের আধিকারিক এস মজুমদার, কার্তিক দে, বিভিন্ন হাইস্কুলের শিক্ষক, এলাকার রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্বরা। ওই কমিটি লোকসভা নির্বাচনের পর ড্রাগের কুফল নিয়ে র‍্যালী সহ বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানা গিয়েছে। আবগারি দফতরের বীরপাড়া রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর এস মজুমদার বলেন, ‘সিডেটিভ ড্রাগ কেনাবেচা রোখার পাশাপাশি সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির জন্য লাগাতার অভিযান চলবে।’

সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TGmYkn

March 14, 2019 at 07:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top