নয়াদিল্লি, ১৪ মার্চঃ কয়েকদিনের সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতেই যোগ দিতে চলেছেন উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিং। সিং। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে বিজেপির সদর দপ্তরে গিয়ে তিনি দলবদলের কথা জানাবেন। লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসনে তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী না করায় ক্ষুব্ধ ছিলেন অর্জুন। যার জেরে নবান্নে ডেকে এনে অর্জুনের সঙ্গে নিজে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায। এমনকী প্রার্থী ঘোষণার দিন মমতার পাশেই ছিলেন অর্জুন। কিন্তু দলের নেত্রীর কথাতেও যে চিঁড়ে ভেজেনি, তা বারবার স্পষ্ট করে দিয়েছিলেন অর্জুন নিজেই। বিজেপিতে যোগ নিয়ে একাধিকবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে, বিজেপি সূত্রে খবর, অর্জুন বিজেপিতে যোগ দিলে তাঁকেই ব্যারাকপুর আসনে দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে প্রার্থী করা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2O1gKFR
March 14, 2019 at 12:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন