ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। নিয়মিতই অভিনয় করে যাচ্ছেন টিভি নাটকে। কিন্তু কিছুতেই তিনি নায়ক হতে পারছেন না। নায়ক হবেন বলে বাবার রাখা নাম বদলে তিনি মদন কুমার নাম নিয়েছেন। স্বপ্ন দেখেন একদিন নায়ক হিসেবে অভিনয় করবেন। কিন্তু সেই চান্স তিনি পাচ্ছেন না। প্রতিরাতেই স্বপ্নে দেখতে পান নায়ক হয়ে গিয়েছেন। কিন্তু স্বপ্ন ভাঙলেই পরিস্থিতি কঠিন হয়ে যায়। তার নায়ক হওয়ার পথে বড় বাঁধা গ্রামেরই ছেলে যাত্রাপালার ম্যানেজারের শালা জাফর। সেও একই যাত্রা দলে অভিনয় করে। সামনে আসছে বৈশাখী মেলা। আবারও যাত্রা হবে। সেখানে কী মদন কুমার নায়ক হিসেবে চান্স পাবেন? তার উত্তর জানা যাবে মদন কুমার নাটকটিতে। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে সেই নাটক। এখানে মদন কুমার চরিত্রে অভিনয় করেছেন মদন কুমার চরিত্রে। তার বিপরীতে আছেন ফারজানা রিক্তা। আরও আছেন হান্নান শেলি, জুয়েল হাসান, ছবি আরাফাত প্রমুখ। নাটকটির গল্প ভাবনায় ও পরিচালনায় রয়েছেন জুয়েল হাসান। চিত্রনাট্য করেছেন ইভান মল্লিক। নাটকটি দেখতে ক্লিক করুন : এমএ/ ০৭:৩৩/ ৩১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JTFEc9
April 01, 2019 at 01:25AM
31 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top