কলকাতা, ২৮ মার্চ- ২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য তৃণমূলের ইস্তেহার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহার প্রকাশ করতে গিয়ে মমতা বলেছেন, এই ইস্তেহার শুধুমাত্র বাংলার জন্য। পরে সর্বভারতীয় স্তরে বলে জাতীয় ইস্যুগুলিকে গুরুত্ব দেওয়া হবে। অভিন্ন কর্মসূচির ভিত্তিতে পরবর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। ঐক্যবদ্ধ ভারত তাঁরাই গড়ে তুলবেন বলে জানিয়েছেন মমতা। এদিন ইস্তেহার প্রকাশ করে যেসব ইস্যুগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার মধ্যে রয়েছে, ১) নোটবাতিল নিয়ে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্তের আশ্বাস ২) ছাত্র-যুবদের বেশি করে কর্মসংস্থানের লক্ষ্য ৩) চাকরিতে এসসি-এসটিদের সংরক্ষিত আসন পূরণে বিশেষ উদ্যোগ ৪) কৃষকদের জন্য বিশেষ চিন্তাভাবনা, এপ্রসঙ্গে পশ্চিমবঙ্গের কৃষকদের কথা উল্লেখ। কৃষকদের রোজগার নিশ্চিত করার আশ্বাস ৫) নারীদের ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়ার উদ্যোগ ৬) ১০০ দিনের কাজকে ২০০ দিন করার আশ্বাস ৭) বিশেষজ্ঞ কমিটিকে দিয়ে জিএসটি পুনর্বিবেচনার আশ্বাস রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নে বাংলা কীভাবে দেশে অগ্রণী ভূমিকা নিয়েছে, সেই সাফল্যের কথাও এদিন তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, রাজ্যে গত আটবছরে সরকার কী কী উন্নয়নের কাজ করেছে, সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে ইস্তেহারে। এর মাধ্যমে এই বার্তা দেওয়ার চেষ্টা যে, কেন্দ্রে জোট সরকারে তৃণমূল অংশগ্রহণ করলে কোন ধরনের উন্নয়ন দেশে হতে পারে। সেই উন্নয়নের লক্ষে তৃণমূল কাজ করবে। এমএ/ ০০:৪৪/ ২৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OsNOqs
March 28, 2019 at 06:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top