দুই পরিবারের সংঘর্ষের জের, মৃত ১, আহত ৩

পুরাতন মালদা, ৩ মার্চঃ স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ। তার জেরে দুই পরিবারের মধ্যে বচসা বাধে। শুরু হয় সংঘর্ষ। এতে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন চারজন। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রসিলাদহের বালুগা গ্রামে। এই ঘটনায় মালদা থানায় দুই পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আট বছর আগে বালুগা গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর আমিরুল হকের সঙ্গে বিয়ে হয় ওই গ্রামেরই মমতাজ বিবির। তাঁদের পাঁচ বছরের একটি মেয়ে ও দুই বছরের একটি ছেলে আছে। জানা গিয়েছে, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা লেগে থাকত। শনিবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বাধে। সেই সময় মমতাজ তাঁর স্বামী আমিরুলকে মারে বলে অভিযোগ। এরপর বাপের বাড়ি চলে যায় মমতাজ। পরে আমিরুল শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে পালটা মারধর করে বলে অভিযোগ। এরপরই গতকাল রাতে মমতাজের বাপের বাড়ির লোকেরা আমিরুলের বাড়িতে এলে দু-পক্ষের মধ্যে বচসা বাধে। শুরু হয় সংঘর্ষ। এই সংঘর্ষে গুরুতর জখম হন চারজন। জখমদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। গতকাল রাতে হাসপাতালে মৃত্যু হয় মমতাজের কাকার। জখম তিনজন মালদা মেডিকেলে চিকিত্সাধীন।

মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা জানান, থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2C4YBSO

March 03, 2019 at 09:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top