বিশেষভাবে সক্ষমদের জন্য অবজারভার নিয়োগ করল কমিশন

কলকাতা, ১৫ মার্চঃ ভোটের তালিকায় নাম থাকলেও ভোট দিতে যান না বিশেষভাবে সক্ষম অনেকেই। তা এবার ভাঙতে চেয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের আগে দেশজুড়ে নিয়োগ করা হয়েছে বিশেষভাবে সক্ষমদের জন্য অবজারভার। মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল আরোরার প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যজুড়ে ৬ জন ডিভিশনাল কমিশনারকে নিয়োগ করা হল বিশেষ অবজারভার পদে।

সূত্রের খবর, এ রাজ্যে বসবাসকারী বিশেষভাবে সক্ষমরা এখন ভোটার। যে অবজারভারদের নিয়োগ করা হয়েছে তারা খতিয়ে দেখবেন লিস্টে আর কোনও নাম তোলা বাকি আছে কিনা। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, ‘ভোটের দিন বেশ কিছু ব্যবস্থা রাখা হচ্ছে। যদি কেউ ভোটার বুথে যেতে অক্ষম হন, তাদের বুথ অবধি পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা।’ জানা গিয়েছে, এই প্রক্রিয়ার তদারকি করবেন অবজারভাররা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FfPEIl

March 15, 2019 at 11:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top