কলকাতা, ৩১ মার্চ- ভারতের নির্বাচন এলেই প্রচারে নানা কৌশল লক্ষ্য করা যায়। গতবার নির্বাচনের আগে সাড়া ফেলেছিল নরেন্দ্র মোদির অবয়বের জলছাপ দেয়া শাড়ি। এবার বাজারে এলো মমতা শাড়ি! তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখায়বের ছাপ দেয়া শাড়ি বেশ সাড়া ফেলেছে বাজারে। তৃণমূল সমর্থকরা লাইন ধরে কিনছেন সেই শাড়ি। সেই শাড়ি পরে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলে ফেলছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা চট্টোপাধ্যায়। কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা চট্টোপাধ্যায় যে শাড়িটি পরেছেন, তাতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবি। অনন্যা চট্টোপাধ্যায় জানান, এই শাড়ি সব নারী প্রার্থী পরবেন। তার ভাষায়- আমি পরছি, মিমিকেও (মিমি চক্রবর্তী) পরাব। নুসরাতও পরবে। বাংলার মেয়েরা তো পরছেই, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেব। তৃণমূল প্রার্থী টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাতের নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন অনন্যা। এর আগে ২০১৪ সালের নির্বাচনের আগে এমন শাড়ি গুজরাটে ছড়িয়েছিল মোদির মুখাবয়ব দিয়ে। সূত্র: যুগান্তর আর এস/ ৩১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ODcxbM
March 31, 2019 at 08:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top