ঢাকা, ১৮ মার্চ- কলকাতায় ভালো কোনো ছেলে বন্ধুর দেখা পাননি জয়া আহসান। দুই বাংলায় জনপ্রিয় এই অভিনেত্রী জানিয়েছেন, প্রেম করার মত পর্যাপ্ত সময়ও তার হাতে নেই। ঢালিউড ও টালিউড সিনেমার জনপ্রিয় এই নায়িকা দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর বিনোদন ও জীবনযাপনবিষয়ক ম্যাগাজিন ইনডালজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। সাক্ষাৎকারে নিজের পছন্দ-অপছন্দ, বন্ধু, চলচ্চিত্র ভাবনা, অবসর যাপনসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন জয়া আহসান। এই সময়ের আলোচিত এ অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের জন্য পরিবার থেকে চাপে আছেন। পরিবারের সদস্যরা প্রায়ই তাকে বিয়ের কথা বলেন। কিন্তু শুনে না শোনার ভান করে এড়িয়ে যাচ্ছেন। বিয়ের বিষয়ে কী ভাবছেন জানতে চাইলে জয়া বলেন, এখনই ঘরের মধ্যে নিজেকে বেঁধে ফেলতে চাই না। আমি আরও কাজ করতে চাই। পরিবার থেকে বিয়ের চাপ দেয়া হলেও আমি না শোনার ভান করি। তবে জয়া আহসান অবশ্যই বিয়ে করবেন। এটি এখনই নয়। বিয়ের পাত্র হিসেবে নিজের পছন্দের কথাও জানান জয়া। সেই পাত্র সম্পর্কে বলেন, পাত্রের চেহারা কোনো বিষয় নয়। তবে বিচক্ষণ ও প্রতিশ্রুতিশীল হতে হবে। সৃজনশীল ব্যক্তির মূল্য বুঝতে হবে। জীবনসঙ্গী হিসেবে কাউকে খুঁজে পেয়েছেন কিনা এমন প্রশ্নে জয়া বলেন, কলকাতায় আমার ভালো কোনো ছেলেবন্ধু নেই। প্রেম করার মতো পর্যাপ্ত সময়ও তার হাতে নেই। নব্বই দশকের জনপ্রিয় মডেল ও নাট্যাভিনেতা ফয়সাল আহসানউল্লাহকে ভালোবেসে বিয়ে করেছিলেন জয়া। তখন থেকেই নামের শেষে আহসান লেখেন তিনি। ২০১১ সালের দিকে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এর পর থেকে সিনেমায় নিয়মিত হন জয়া। গত দুই-তিন বছরে জয়ার সাফল্য আসা শুরু করে। কলকাতায় একাধিক ব্যবসাসফল ছবি উপহার দেন জয়া। ঢাকায়ও বেশ কয়েকটি ছবিতে অসাধারণ অভিনয় করেন এ সুদর্শনী। এসবের সুবাদে গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই সাক্ষাৎকারে জয়াকে বক্সঅফিস কুইন বলে অভিহিত করা হয়। এক যুগ আগে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় জয়ার। সেটি খুব একটা সাড়া না ফেললেও পরে অভিনয় করা ডু্বসাঁতার, গেরিলা, চোরাবালি, দেবীসহ বেশ কয়েকটি ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি কলকাতায় তার অভিনীত বিসর্জন, রাজকাহিনি, ঈগলের চোখসহ কলকাতার বেশ কয়েকটি চলচ্চিত্র সাড়া ফেলে। সম্প্রতি বিনি সুতোয় নামে কলকাতার একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন জয়া আহসান। ঢাকায় মুক্তির অপেক্ষায় আছে তার বিউটি সার্কাস।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CpEEpE
March 18, 2019 at 09:26PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন