শিবগঞ্জে ট্রাক চাপায় পথচারী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একাডেমি মোড়ে ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হল- শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ডুবলি ভান্ডারের সলি মন্ডলের ছেলে মনিরুল ইসলা মমিনু (৬৫)। এ ঘটনায় ট্রাকচালক শিবগঞ্জ উপজেলার রানীহাটি নিচু ধুমির আল-আমিন গুরুত্বও আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য সদও আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা সোনামসজিদ গামী একটি ট্রাক শিবগঞ্জ একাডেমি মোড় এলাকায় মনিরুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মনিরুলকে চাপা দেয়ার পর ট্রাক টিনিয়ন্ত্রন হারিয়ে একটি বৈদ্যুতিক খুটিকে ধাক্কা দেন। এতে আহত হন চালন আল আমিন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২৩-০৩-১৯


from Chapainawabganjnews https://ift.tt/2CyZ67C

March 23, 2019 at 06:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top