ঢাকা, ১৬ মার্চ- ঢাকাই চলচ্চিত্রে সাইমন সাদিক ও মাহিয়া মাহি বেশ আলোচিত জুটি। যদিও তাদের ক্যারিয়ারে একমাত্র অভিনীত ছবি পোড়ামন বেশ আলোচিত ছিল। প্রথম ছবির পর প্রায় পাঁচ বছরের বিরতি ভেঙে গেল বছর জান্নাত ছবিতে দেখা যায় সাইমন-মাহিকে। এদিকে আনন্দ অশ্রু নামে আরও একটি চলচ্চিত্রের কাজ করছেন সাইমন-মাহি। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয়, স্বল্পদৈর্ঘ্যের ছবির জন্য জুটি বেঁধেছেন তারা। জীবন থেকে পাওয়া নামের স্বল্পদৈর্ঘ্যের এ ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইদুর রহমান সজল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। সম্প্রতি রাজধানীতে স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অধ্যায় উঠে আসবে এ স্বল্পদৈর্ঘ্যটিতে। নির্মাণের পর ১৬ মার্চ প্রধানমন্ত্রীকে দেখানো হবে। এরপর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে। এটি দেখা যাবে ইউটিউবেও। এইচ/০১:০১/১৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JgZn5c
March 16, 2019 at 07:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top