ঢাকা, ১১ মার্চ- হাইভোল্টেজ ঢাকা অ্যাটাকের পর আরেকটি পুলিশি অ্যাকশন থ্রিলার ছবিতে কাজ করতে যাচ্ছেন আরিফিন শুভ। মিশন এক্সট্রিম শিরোনামের ওই ছবিতে গেল ডিসেম্বরে শুভ চুক্তিবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় এই চিত্রনায়ক। তারপর থেকে খোঁজা হচ্ছিল নায়িকা। অবশেষে জানা গেল, শুভর মিশন এক্সট্রিম ছবির নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। যিনি ঐশী নামেই পরিচিত, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮ সালের চ্যাম্পিয়ন হয়ে চীনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার সবচেয়ে বড় মঞ্চে লাল সবুজের পতাকা উড়িয়েছিলেন। মিশন এক্সট্রিম পরিচালনা করতে যাচ্ছেন ফয়সাল আহমেদ। তিনি ঢাকা অ্যাটাক ছবির প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরিচালক ফয়সাল আহমেদ এবং ঐশী দুজনেই গতকাল খবরটি নিশ্চিত করেছেন। ফয়সাল আহমেদ বলেন, নায়ক হিসেবে শুভ এবং খল চরিত্রে তাসকিনের পর নায়িকা হিসেবে ঐশীকে চুক্তিবদ্ধ করিয়েছি। ১৭ অথবা ২০ মার্চ থেকে মিশন এক্সট্রিম ছবির শুটিং শুরু হবে। প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঐশী বলেন, মিশন এক্সট্রিম-এ কয়েকদিন আগে চুক্তিবদ্ধ হয়েছিল। এটাই আমার প্রথম চলচ্চিত্র। একজন আত্মনির্ভর ও কর্মজীবি মেয়ের চরিত্রে অভিনয় করবো। অনেক চ্যালেঞ্জিং এবং শক্তিশালী একটি চরিত্র। তিনি বলেন, একেবারেই নতুনভাবে অভিনয়ে আসছি। জানি না কতটুকু পারবো। অভিনয়ের প্রাথমিক বিষয়গুলো উচ্চারণ, ভয়েস সবকিছু রপ্ত করছি। উত্তেজনা কাজ করছে আবার নার্ভাস লাগছে। আরিফিন শুভ-ঐশী ছাড়া মিশন এক্সট্রিম ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তাসকিন রহমান, এবিএম সুমন, সামস সুমন, মিশা সওদাগর প্রমুখ। ঢাকা অ্যাটাক ছবির কাহিনিকার ছিলেন পুলিশের স্পেশাল ফোর্সের কর্মকর্তা সানী সানোয়ার। ওই ছবির সিক্যুয়াল হতে যাচ্ছেন মিশন এক্সট্রিম। এবারও সানী সানোয়ার এ ছবির সঙ্গে যুক্ত আছেন। জানা গেছে, মিশন এক্সট্রিম পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হবে। ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন, এক্সিকিউটিভ প্রযোজক জাহিদ হাসান অভি। ঢাকার অংশের কাজ শেষে মে থেকে কয়েকটি দেশে মিশন এক্সট্রিম ছবির শুটিংয়ের কথা আছে। এছাড়া ছবির জন্য দুজন ডিওপি, আর্ট ও অ্যাসোসিয়েট ডিরেক্টর সবাই থাকছেন ভারতীয়। আগামী ঈদুল আযহায় মিশন এক্সট্রিম মুক্তি দেয়া হবে। এইচ/২০:৩৫/১১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2F3NVpc
March 12, 2019 at 02:36AM
11 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top