কুলতুলি, ১৩ মার্চঃ কুলতলিতে অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, কুলতলির কুন্দখালি গোদাবার পঞ্চায়েতের নাপিতখালি এলাকার ওই বাড়িতে এমব্রয়ডারির কাজের আড়ালে চলত অত্যাধুনিক অস্ত্র তৈরির কারখানা। মুঙ্গের থেকে আনা হত সরঞ্জাম। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং কুলতলি থানার পুলিশ যৌথ উদ্যোগে নাপিত খালি গ্রামে হানা দেয়। শুরু হয় তল্লাশি। এরপরই বাড়ি থেকে ৩টি সিঙ্গল ব্যারেল লং পাইপগান, ৩টি একনলা বন্দুক, ২টি অসম্পূর্ণ বন্দুক, ১৪৬ রাউন্ড কার্তুজ, ৫৫ রাউন্ড খালি গুলির খোল, ৬টি ছোটো পাইপগান, ১৮টি ছোটো পাইপগান তৈরির ব্যারেল, দুটি বন্দুকের বাঁট, ২টি ড্রিল মেশিন, ২টি পালিশের মেশিন, ১টি লেদ মেশিন, হাতুড়ি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TDJB9n
March 13, 2019 at 12:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন