ফের আগুন পুরান ঢাকায়, পুড়ল কাগজ কারখানা সহ ১৮টি দোকান

ঢাকা, ২৪ মার্চঃ একমাস কাটতে না কাটতেই ফের বিধ্বংসী আগুন বাংলাদেশের পুরান ঢাকা এলাকায়। চকবাজারের পর এবার আগুন লাগল লালবাগের একটি  কারখানায়। আগুন ছড়িয়ে পড়ে পুড়ে যায় চারপাশের প্রায় ১৮টি দোকান। বেশ কয়েকটি বাড়িও পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে শনিবার রাতের এই আগুনে এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ লালবাগের শহিদনগর এলাকার একটি চুড়ির কারখানায় আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। আশপাশের বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। রাত ১১টা নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। দমকল সূত্রে জানা গিয়েছে, ঘিঞ্জি এলাকায় ওই কারখানায় অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন ভয়াবহ আগুন লাগে পুরনো ঢাকার চকবাজার এলাকার একটি রাসায়নিকের গুদামে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৮০ জনের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FxyG8w

March 24, 2019 at 10:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top