ঢাকা, ২১ মার্চ- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবিবাহিত সতীর্থরা যখন সবাই বিয়ে নিয়ে ব্যস্ত তখন আর বাদ থাকবেন কেন মুমিনুল হক। আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন এই টেস্ট স্পেশ্যালিস্ট খ্যাত ব্যাটসম্যান। তবে বিয়ে নিয়ে গোপনীয়তার কিছু নেই মুমিনুলের মধ্যে। ইতোমধ্যে বিয়ের তারিখটাও গণমাধ্যমকে বলে দিয়েছেন তিনি। বিয়ে আগামী ১৯ এপ্রিল। কনের নাম ফারিহা বাশার। থাকেন মিরপুর ডিওএইচএসে। মুমিনুল আরও জানান, ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তাদের বিয়ের নিমন্ত্রণপত্র বানাতে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগে, নিউজিল্যান্ড সফর থেকে ফিরে গত সপ্তাহে বিয়ের কাজ সারেন সাব্বির রহমান। আজ-আগামীকালের মধ্যে বিয়ের পিঁড়িয়ে বসার কথা রয়েছে মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের। আর এই দুই বিয়ে শেষ হলেই মুমিনুলের বিয়ে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/২১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Whs1op
March 21, 2019 at 08:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top