অভিবাসীদের প্রতি ঘৃণা থেকেই ক্রাইস্টচার্চে নৃশংস হত্যা

ক্রাইস্টচার্চ, ১৬ মার্চঃ অভিবাসীদের প্রচণ্ড ঘৃণা করত ব্রেনটন টারান্ট। আর সেই জন্য শুক্রবার ক্রাইস্টচার্চের জোড়া মসজিদে বেপরোয়া গুলি চালিয়েছিল সে আর তার সঙ্গীরা। শনিবার ক্রাইস্টচার্চ আদালতের কাঠগড়ায় সারাক্ষণ চুপ করে বসেছিল ব্রেনটন। সে নিজে অস্ট্রেলিয়া থেকে আসা শ্বেতাঙ্গ।প্রায় ১৭ মিনিট ধরে তারা লাইভ ভিডিয়ো করতে করতে মসজিদের মধ্যে গুলি চালায়। ব্রেনটনের বিরুদ্ধে এর আগেও একজনকে খুনের অভিযোগ রয়েছে। বিচারক পল কেলার জানিয়েছেন, ব্রেনটনের বিরুদ্ধে খুনের মামলা শুরু হয়েছে।

এদিকে এই ঘটনার জেরে নিউজিল্যান্ড সফর বাতিল করে ফিরে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার তারা নমাজের জন্য ওই মসজিদে ঢোকার সময়ই গুলি চালায় দুষ্কৃতীরা। তবে, বাংলাদেশ ক্রিকেট দলের সকলেই অক্ষত আছেন।

নিউজিল্যান্ডের প্রাইম মিনি্স্টার জেসিন্দা আর্ডেন বলেছেন, নিউজিল্যান্ড এই সন্ত্রাসবাদী হামলার সামনে মাথা নোয়াবে না। ভবিষ্যতে এমন পরিকল্পিত সন্ত্রাসবাদ মোকাবিলায় দেশের অস্ত্র আইনে পরিবর্তন আনার কথা ভাবছে কিউই সরকার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JfGgbv

March 16, 2019 at 10:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top